আমি আজ আপনা দেখাব কিভাবে computer এ tree তৈরি করে ব্যবহার করে computer fast করা যায়।
c:
tree
d:
tree
E:
tree
F:
tree
G:
tree
echo off
নিচের ছবির আকারে notepad এ type করুন ।
file মেনুতে গিয়ে save as এ ক্লিক করুন ।
file name bar এ গিয়ে tree.bat লিখে save করুন।
আপনার tree তৈরি শেষ । এবার যত ক্লিক তত refresh করতে পারেন আপনার computer.
About tree
In computing, tree
is a recursive directory listing command or program that produces a depth-indented listing of files. Originating in PC- and MS-DOS, it is found in Digital Research FlexOS,[1] IBM/Toshiba 4690 OS,[2][dead link] PTS-DOS,[3] FreeDOS,[4] IBM OS/2,[5] Microsoft Windows,[6] and ReactOS. A version for Unix and Unix-like systems is also available.
The tree
command is frequently used as part of a technical support scam, where the command is used to occupy the command prompt screen, while the scammer, pretending to be technical support, types additional text that is supposed to look like output of the command.
এ ছাড়াও কম্পিউটার ভাল রাখার কিছু টিপ্স জেনে নিন
- প্রতি ১ বা ২ মাস পর পর কম্পিউটার খুলে সব parts মুছে নতুন করে লাগিয়ে দিন।
- Ram খুলে পাতলা তুলো দ্বারা মুছে নতুন করে লাগিয়ে নিন।
- কম্পিউটারের উপর কোন ভারী কিছু রাখবেন না।
- রাতে ঘুমাবার সময় কম্পিউটার shut down করে দিন।
- বিদু্ৎ চলে গেলে যেন কম্পিউটার বন্ধ না হয়ে যায় সে জন্য UPS ব্যবহার করা উচিৎ।
- কম্পিউটার VIRUS দূর করার জন্য অ্যান্টিভাইরাস ব্যবহার করা উচিৎ।
- কম্পিউটারকে আলো-বাতাসপূর্ণ জায়গায় রাখুন।
- প্রতিদিন মনিটর, বিশেষ করে LCD মনিটর একবার করে মুছে রাখবেন।
- অনেকে কম্পিউটার চলার সময়ও CPU-র উপর আলাদা পর্দা দিয়ে রাখেন, যাতে ময়লা প্রবেশ না করে। এতে আরও ক্ষতিই হয়।
- ওয়ালপেপার হিসেবে এমন ছবি সেট করুন, যা আপনার চোখকে আরাম দেয়। ওয়ালপেপার সাইজে যত ছোট হবে, আপনার কম্পিউটারের গতির জন্য ততই ভাল।
- নিয়মিত ‘কুলিং ফ্যান’ মুছে পরিষ্কার করে রাখুন।
Very important for all pc user
ReplyDeleteThanks
DeleteShabash tumi agaya jao amra asi tumar pisa
ReplyDeleteShabash tumi agaya jao amra asi tumar pisa
ReplyDeletethanks for your suggestion.
ReplyDelete