how to lock folder, image, video, all kinds of file without software in windows 10 . কিভাবে উইন্ডোস ১০ এ যেকোনো ফাইল লক করা যায়।
আপনি যখন কোনও নতুন উইন্ডোজ 10 পিসি, বা উইন্ডোজের যে কোনও সংস্করণ পেয়েছেন, তখন বেশ কয়েকটি জিনিস যা আপনাকে অবশ্যই আপনাকে শুরু করার আগে করতে হবে।অবশ্যই, ক্রোম ডাউনলোড করা আমাদের অনেক কাজগুলির মধ্যে একটি। তবে অন্যান্য সমান গুরুত্বপূর্ণ বিষয়গুলির প্রতিও আপনার মনোযোগ দেওয়া উচিত। বিশেষত যদি আপনার পিসিগুলিতে সংবেদনশীল তথ্য থাকে যেমন ব্যক্তিগত ছবি, ভিডিও, ব্যাঙ্কের তথ্য বা এমন কোনও কিছু যা আপনি চান না যে কেউ সে তথ্য গুলো জানুক। আপনি যদি সঠিক পদক্ষেপগুলি অনুসরণ না করেন তবে আপনার সংবেদনশীল তথ্যগুলি অন্যের হাতে চলে যেতে পারে যা আপনার জন্য ক্ষতিকর হতে পারে। স্পষ্টতই, আপনার নিজের পিসি অন্যের সাথে ভাগ না করার বিকল্প রয়েছে । আপনি চাইলেই আপনার তথ্য গুলোকে সুরক্ষা দিতে পারেন এমন কয়েকটি উপায় রয়েছে যা অনুসরণ করে আপনি আপনার তথ্য সুরক্ষিত করতে সক্ষম হবেন। আপনি যদি উইন্ডোজ 10 এ ফাইল বা ফোল্ডারগুলি সুরক্ষার জন্য উপায় খুঁজছেন এমন কেউ হন তবে আপনি কয়েকটি সহজ এবং সহজ পদক্ষেপগুলি অনুসরণ করে এটি করতে পারেন। আপনি উইন্ডোজ 10-এ কেবলমাত্র একটি সাধারণ ব্যাচের ফাইল (bat) তৈরি করে আপনার ফোল্ডারের ফাইলগুলি পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত রাখতে পারেন। আবার আপনাকে এক্সপ্রেস হতে হবে না । ধারাবাহিক ভাবে নিচের ধাপ গুলো অতিক্রম করুন-
১.text document ওপেন করুন।
২.আপনি যা চান নাম দিন এবং তারপরে নোটপ্যাডে খুলুন।
৩.নিচের লিংক থেকে কোড গুলো লিখুন অথবা copy paste করুন ।
bat code for lock folder in windows 10 (tt057.blogspot.com)
৪.ডকুমেন্টে YOUR PASSWORD এর জায়গায় আপনার PASSWORD লিখুন।
৫.ফাইলটি save as করুন। desktop সেভ করলে ভালো হয় ।
৬.file name এ যেকোনো নাম দিতে পারেন । তবে file name এর পর .bat লিখে save করতে হবে।
আপনার locker তৈরি হয়ে গেল ।
এখন আপনি আপনার bat file এ ডুকে আপনার password লিখে enter করুন।
আপনার একটি locker file তৈরি হয়ে যাবে। ঐ file এর মধ্যে আপনার প্রয়োজনিয় যেকোনো file রেখে আবার bat fileএ প্রবেশ করুন। এবং "y" type করে enter করুন locker file মুছে জাবে । আবার যখন আপনার locked file গুলোর প্রয়োজন হবে bat file এ ডুকে password type করে enter করুন ।
সতর্কতা:
locker file টি কখনো move করবেন না copy করবেন না । জদি করেন তাহলে আপনার locker এর file গুলো খুজে পাওয়া কঠিন হয়ে যাবে।
Thats great
ReplyDelete