Skip to main content

How to Speak 70% English in 30 Day. সহজে ইংরেজিতে বলতে চান?


How to Speak Fluent English in 30 Day




আমার করতে হয়েছিল ________।এমন সব বাক্য তৈরিতে I had to do___________.ব্যবহার করা হয়

★I had to go there.
আমাকে সেখানে যেতে হয়েছিল

★I had to wait for Mahi.
আমাকে মাহীর জন্য অপেক্ষা করতে হয়েছিলো।

★I had to tolerate a lot of rough words.
আমাকে অনেক বাজে কথা সহ্য করতে হয়েছিলো।

★I had to go with her.
আমাকে তার সাথে যেতে হয়েছিলো।

★I had to prepare for exam.
আমাকে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হয়েছিল।

★I had to help others.
আমাকে অন্যদেরক সাহায্য করতে হয়েছিল।

★I had to talk  him.
আমাকে তার সাথে কথা বলতে হয়েছিল।
Are you _______.তুমি কি_______
 ব্যবহার করে সহজেই অনেক ইংরেজি বাক্য তৈরি করে ফেলতে পারেন।
★Are you into coffee?
- তুমি কি কফি খাওয়ায় মগ্ন?
★Are you into new business? 
- তুমি কি নতুন ব্যবসায় লিপ্ত?
★Are you into facebook chatting?
- তুমি কি ফেসবুকে আলাপচারিতায় মগ্ন?
★ Are you into exercise at the gym?
 - তুমি কি ব্যায়ামাগারে শরীরচর্চায় মগ্ন?
★Are you into English learning website? 
- তুমি কি ইংরেজি শেখার ওয়েব সাইটে মগ্ন?
Are you into =তুমি কি মগ্ন?
What is the point ________= কি লাভ__________।
কি লাভ কাজ করে,কি লাভ পেছনে এসে কি লাভ বসে থেকে, এই রকম বাক্য তৈরিতে What is the point____________?ব্যবহার করতে পারেন।
যেমন:
★What is the point to follow him. 
= কি লাভ তাকে অনুসরণ করে?
★What is the point to go out. 
= কি লাভ বাইরে গিয়ে?
★What is the point to aruge with the man.
= কি লাভ লোকটির সাথে তর্ক করে?
★What is the point to write the poem.
= কি লাভ কবিতা লেখে?
★What is the point to chat with friends. 
= কি লাভ বন্ধুদের সাথে গালগল্প করে? 
★What is the point to say the lie.
= কি লাভ মিথ্যা বলে?
Believe me _________.=বিশ্বাস কর_________
ব্যবহার করে অনেক কিছু বলা যায়।
★Believe me, I don't love him,,,
-বিশ্বাস কর,আমি তাকে ভালোবাসি না।
★Believe me, I don't like him,,,,,,
-বিশ্বাস কর,আমি তাকে পছন্দ করি না।
★Believe me, I don't want to hurt him,,,
-বিশ্বাস কর,আমি তাকে কষ্ট দিতে চাই না।
★Believe me, I will never do bad things.
- বিশ্বাস কর, আমি কখনো খারাপ কাজ করব না।
★Believe me, I will keep you happy all my life,,,,,
-বিশ্বাস কর,আমি তোমাকে সারা জীবন সুখে রাখবো।
★Believe me, I will never leave you.
-বিশ্বাস কর,আমি তোমাকে কখনো ছেড়ে যাব না।
Should be (উচিৎ) অর্থে📚

★The boy should be smart. 
- ছেলেটির চটপটে হওয়া উচিৎ।
★We should be self-reliant
 - আমাদের আত্মনির্ভর হওয়া উচিৎ।
★Everybody should be dutiful
 - প্রত্যেকের কর্তব্যপরায়ণ হওয়া উচিৎ।
     
এই ভাবেই Should not "উচিৎ নয়" অর্থে ব্যবহার করে অনেক বাক্য তৈরি করা যায়।

★ You shouldn’t smok.. 
- তোমার ধুমপান করা উচিৎ নয়।
★We shouldn’t waste time. 
-আমাদের বৃথা সময় নস্ট করা উচিৎ না।
★You shouldn’t buy the shirt. 
- তোমার শার্টটি কেনা উচিৎ না।
I am supposed to ________.
-___________করার কথা।
এই পদ্ধতিতে অনেক বাক্য বলতে পারেন।
★I  am supposed to learn english 
-আমার ইংরেজি শিখবার কথা।
★I am supposed to recite quran. 
-আমার কোরান তিলাওয়াত করার কথা।
★I am supposed to go. 
-আমার যাওয়ার কথা।
★I am supposed to read.
- আমার পড়ার কথা।
★I am supposed to play. 
-আমার খেলার কথা।
রাগ ও বিরক্তি  প্রকাশ করতে dare এর ব্যবহার: 
★তুমি কোন সাহসে একথা বল?
=How dare you say so?
★  সে কোন সাহসে একাজ করল?
=How dared he do this work?
★তুমি কোন সাহসে ওখানে যাও?
= How dare you go there?
★  তুমি কোন সাহসে ইংরেজী শিখতে চাও?
= How dare you learn English?
★তুমি কোন সাহসে ইংরেজীতে লিখতে চাও?
= How dear you write in English?  
★তুমি কোন সাহসে ইংরজী বলতে চেয়েছিলে?
= How dared you speak English?
What If=কী হত যদি, এর ব্যবহার। 
★What if I couldn't pass in the exam?
-কী হত যদি আমি পরিক্ষায় পাস না করতাম?
★What if we missed the Train? 
-কী হত যদি আমরা ট্রেন টা মিস করতাম?
★What if i will be affected Corona?
- কী হবে যদি আমি করোনাই আক্রান্ত হয়ে যায়?
★What if we couldn't get our freedom in 1971
-কী হত যদি আমরা ১৯৭১ সালে স্বাধীনতা না পেতাম?
★What if my Facebook account will be hacked? 
-কী হবে যদি আমার ফেইসবোক আইডি হ্যাক হয়ে যেত?
"Willing to- ইচ্ছুক"

★আমি ইংরেজি শিখতে ইচ্ছুক
I'm willing to learn english.
★আমি ডাক্তার হতে ইচ্ছুক
 I'm willing to be a doctor
★আমি মিষ্টি খেতে ইচ্ছুক
I'm willing to eat sweet.
 I have more_____ =আমার আরও আছে______।

★ I have more work. 
=আমার আরও কাজ আছে।
★ I have more pen.
=আমার আরও কলম আছে।
★I have more book.
=আমার আরও বই আছে।
★ I have more brother. 
 =আমার আরও ভাই আছে।
★ I have more sister. 
 =আমার আরও বোন আছে। 
★ I have more friend.
=আমার আরও বন্ধু আছে। 
★ I have more gril friend.
=আমার আরও মেয়ে বন্ধু আছে।
★ I have more boy friend.
=আমার আরও ছেলে বন্ধু আছে।
★I have more mobile.
 =আমার আরও মোবাইল আছে।
★I have more teacher.
=আমার আরও শিক্ষক আছে।
★ I have more job.
 =আমার আরও চাকরি আছে।
★ I have more ball. 
 =আমার আরও বল আছে। 
★ I have more hen.
=আমার আরও মুরগী আছে।
★I have more car.. 
=আমার আরও গাড়ি আছে।

★There is no end of learning
শিক্ষার কোন শেষ নেই।

★There is no age of learning
শিক্ষার কোন বয়স নেই।

★There is no shame of learning. 
শিখতে কোনো লজ্জা নেই।

★There is no hesitation of learning. 
শিখতে কোনো দ্বিধা নেই।
Different usage of "feel like" মনে হচ্ছে/হয়
Subject+ feel like+Subject+ verb+ Noun/Adjective....... 

★I feel like he is honest.. 
-আমার মনে হচ্ছে/হয় সে সৎ।
★I feel like you are guilty...
- আমার মনে হচ্ছে/হয় তুমি অপরাধী।
★I feel like they will win....
- আমার মনে হচ্ছে/হয় তারা জিতবে। 
★I feel like you are a teacher.... 
-আমার মনে হচ্ছে/হয় তুমি একজন শিক্ষক।
ইংরেজিতে যেভাবে নিজের মতামত প্রকাশ করবেন।
★In my experience.
=আমার অভিজ্ঞতা বলে যে।
★Personally I think. 
= ব‍্যক্তিগতভাবে আমি মনে করি যে।
★What do you think. 
= তুমি কি মনে কর?
★ What's your view.
 = তুমি পরিস্থিতি কেমন দেখছ?
★What is your opinion. 
= তোমার মতামত কি?
★There is no doubt in my mind tha.. 
= আমার মনে কোন সন্দেহ নেই।
★In my point of view. 
= আমার দৃষ্টি কোণ 
★ From my point of view. 
=আমার জানা মতে।
★I strongly believe that.
 = আমি দৃঢ় ভাবে বিশ্বাস করি যে।
★I am sure that. 
= আমি নিশ্চিত যে।
★What I mean is. 
= আমি যেটি বোঝাতে চাচ্ছি।
★I'd say that. 
= আমি বলব যে
★As far as it goe.. 
= যতটুকু এ ব‍্যাপারে বলা যায়।
Let me= আমাকে দাও/ দেন

★Let me play.
= আমাকে খেলতে দাও
★Let me go.
= আমাকে যেতে দাও
★Let me see.
=আমাকে দেখতে দেন
★Let me work. 
=আমাকে কাজ করতে দাও
★Let me finish. 
= আমাকে শেষ করতে দাও
★Let me Mobile  phone. 
=আমাকে মোবাইল দাও
★Let me flower. 
= আমাকে ফুল দাও

Would be nice = ভালো হতো

 ★It would be nice if you were my friend.
=> তুমি আমার বন্ধু হলে ভালো হতো।

★It would be nice if you were my sister.
=> তুমি আমার বোন হলে ভালো হতো।

★ would be nice if you stayed with us.
=> তুমি আমাদের সাথে থাকতে পারলে ভাল হতো।

★It would be nice if you were my boyfriend.
=> তুমি আমার বয়ফ্রেন্ড হলে ভালো হতো।

★ It would be nice if you were my brother. 
=> তুমি আমার ভাই হলে ভালো হত
As if=মনে হয় যেন এর ব্যবহার। 
🖋🖋As if/as though+v2🖋🖋
● He talks as if he were a Angel.
>>সে এমন ভাবে কথা বলে মনে হয় যেন সে একজন ফেরেশতা। 
●He acts as though he were a prime minister. 
>>সে এমন কার্যক্রম করে মনে হয় যেন সে একজন প্রধানমন্ত্রী। 
●You behave as if you were a Animal. 
>>তুমি এমন ব্যবহার কর মনে হয় যেন তুমি একটা পুশু।
●Obaidul walk as though he were a Robot.
ওবায়দুল এমন ভাবে হাটে মনে হয় যেন সে একটা রোবট। 
●Hasan do as if he had a lot of money.
>>হাসান এমন করে মনে হয় যেন তার অনেক টাকা আছে। .
●The Car is running as if it were a Airplane.
>>এই গাড়িটা এমন ভাবে চলতেছে মনে হয় যেন এটা একটি বিমান।
জীবনের চরম কিছু সত‍্য কথা।
★সুখী হতে চান?-ক্ষমা করতে শিখুন।
= Want to be happy -learn to forgive.
★ধনী হতে চান?- পরিশ্রমী হন 
=Want to be rich - Be industrious.
★ক্ষমা পেতে চান? বিনয়ী হন 
= Want to have forgiveness -Be humble.
★মহৎ হতে চান?- নিজের ভুল খুজুন
= Want to be  honest find your own flaws.
★সম্পদশালী হতে চান?-দান করুন 
= Want to be rich?-Donate more and more.
★পাপ থেকে বাচতে চান?- লোভ ত‍্যাগ করুন 
= Want safe from sins,avoid greedness.
★ স্রষ্টার  কৃপা চান?- সুসময়ে শোকরিয়া  করুন 
= Want to have mercy  of Allah ,Be Thankful.
★সফলতা চান?- ধৈর্য্য ধরুন 
= Want to be successfull be patient.
★হীনমন্যতা এড়াতে চান?-প্রত‍্যাশা বর্জন করুন 
= Want to avoid inferiority  complex, avoid much expectations.




আজ এই পর্যন্ত। কোথাও ভুল হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।


Comments

Post a Comment