Skip to main content

Posts

Showing posts from July, 2020

How to Speak 70% English in 30 Day. সহজে ইংরেজিতে বলতে চান?

How to Speak Fluent English in 30 Day আমার করতে হয়েছিল ________।এমন সব বাক্য তৈরিতে I had to do___________.ব্যবহার করা হয় ★I had to go there. আমাকে সেখানে যেতে হয়েছিল ★I had to wait for Mahi. আমাকে মাহীর জন্য অপেক্ষা করতে হয়েছিলো। ★I had to tolerate a lot of rough words. আমাকে অনেক বাজে কথা সহ্য করতে হয়েছিলো। ★I had to go with her. আমাকে তার সাথে যেতে হয়েছিলো। ★I had to prepare for exam. আমাকে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হয়েছিল। ★I had to help others. আমাকে অন্যদেরক সাহায্য করতে হয়েছিল। ★I had to talk  him. আমাকে তার সাথে কথা বলতে হয়েছিল। ★ ★ ★ Are you _______.তুমি কি_______  ব্যবহার করে সহজেই অনেক ইংরেজি বাক্য তৈরি করে ফেলতে পারেন। ★Are you into coffee? - তুমি কি কফি খাওয়ায় মগ্ন? ★Are you into new business?  - তুমি কি নতুন ব্যবসায় লিপ্ত? ★Are you into facebook chatting? - তুমি কি ফেসবুকে আলাপচারিতায় মগ্ন? ★ Are you into exercise at the gym?  - তুমি কি ব্যায়ামাগারে শরীরচর্চায় মগ্ন? ★Are you into English learning website?  - তুমি কি ইংরেজি শেখার ওয়েব সাইটে ম...

বর্তমানে বড় মাপের কিছু আলেম দেখতেছি যে, তাহারা ইলমী যোগ্যতার কারনে বড় বড় পদে অধিষ্ঠিত আছে। ইলমী যোগ্যতা থাকলে কি হবে, ইলম প্রয়োগের যোগ্যতা থাকা দরকার

এক মুচি উচ্চ শিক্ষা লাভ করে কোটের জর্জ হয়ে গেল। উচ্চ শিক্ষিত হলে কি হবে, রায় দেবার যোগ্যতা নাই। অর্থাৎ কোন আসামির জেল হবে, কোন আসামী খালাশ হবে তাহা নির্নয় করতে পারে না। তখন পেসকার সাহেব বললো, আপনি কোন চিন্তা করবেন না। আমি জানি কার জেল হবে, কে মুক্তি পাবে। আমি টেবিলের নিচ দিয়া দুটি সুতা আপনার দুই পায়ে ফিট করে দিব। যখন কোন আসামীর জেল বুঝবো তখন ডান পায়ের সুতা টান দিব, আর বাম পায়ের সুতায় টান পড়লে বুঝবেন খালাশ। বাহঃ দারুন তো//  এভাবেই কোটের কার্যক্রম চলতেছে। তো একবার ঈদের লম্বা ছুটির সময় কুমারী পোকায় সুতাতে বাসা বানিয়ে দুই সুতাকে একত্র করে ফেলেছে।  তো, কোট খোলার দিনই একটা রায় হবে। পেসকার সাহেব যখন সুতায় টান দিলেন তখন দুই পায়ের সুতায়ই টান পড়েছে। এবার তো জর্জ সাহেব বিপদে পড়ে গেলো। কারন দুই সুতা একবারে টান পড়লে কি রায় তাহাতো জানা নাই। তাই সে কিছুক্ষন চিন্তা করে বলে উঠল,, জেল খালাশ, জেল খালাশ।  পেসকার দৌড়ে যেয়ে বললো, স্যারের মাথায় পানি দিতে হবে, মাথা খারাপ হয়ে গেছে। বর্তমানে বড় মাপের কিছু আলেম দেখতেছি যে, তাহারা ইলমী যোগ্যতার কারনে বড় বড় পদে অধিষ্ঠিত আছে। ইলমী যোগ্যতা থাকলে কি হবে...