Skip to main content

Posts

Showing posts from May, 2021

স্টিফেন হকিংয়ের বক্তব্য টাইম ট্রাভেল বা টাইম মেশিন

টাইম ট্রাভেল আসলে কি সম্ভব কি না ! আমরা কি আসলেই ভবিষ্যতে বা অতীতে ফিরে যেতে পারবো,,,??? স্টিফেন হকিংয়ের বক্তব্য নিচে দেওয়া হলো - বিজ্ঞানে একসময় সময় ভ্রমণ নিয়ে চিন্তার চর্চা ছিল না। আমিও এ নিয়ে কথাবার্তা বলতাম না খুব একটা। পাছে না আবার পাগলের খেতাব পাই। কিন্তু এখন আর সেই ভয় নেই। এখন একটা টাইম মেশিন পেলে আমি দেখে আসবো সেই মুহুর্তটি, যখন গ্যালিলিও আকাশের দিকে তাক করেছিল টেলিস্কোপখানা৷ কিংবা চলে যাবো মহা বিশ্বের শেষ প্রান্তে। দেখে আসব, কিভাবে ইতি ঘটবে এ মহাবিশ্বের। সময় ভ্রমণ কী সম্ভব সেটা বুঝতে হলে পদার্থবিদের মতো চিন্তা করতে হবে। হ্যাঁ, বলছি চতুর্থ মাত্রার কথা। বিষয়টাকে একটু কঠিন মনে হলেও আসলে তা নয়। একটি ছোট্ট বাচ্চাও জানে, প্রতিটি বস্তুই ত্রিমাত্রিক স্থানে অবস্থান করে। এই যে আমিও। সবকিছুরই আছে দৈর্ঘ্য প্রস্থ,উচ্চতা। দৈর্ঘ্য আছে অনেক ধরনের। একজন মানুষ হয়তো ৮০ বছর বাঁচতে পারেন। আবার স্টোনহেঞ্জের পাথর গুলো দাড়িয়ে আছে হাজার হাজার বছর ধরে। আমাদের সৌরজগত থাকবে আরও কয়েক শ কোটি বছর। ফলে সবকিছুর দৈর্ঘস্থানের দিকে যেমন আছে,তেমনি আছে সময়ের দিকেও। তাই সময় ভ্রমণের মানে হলো এই চতুর্থ মাত্রা দি...